• December 11, 2024

বাঘাইছড়ি হত্যাকন্ড: ময়না তদন্ত শেষে ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিচ্ছিন্নতাবাদীদের ব্রাশফায়ারে নিহত ৭জনের মধ্যে ৬জনের মরদেহ ময়না তদন্ত শেষ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, দুপুরে পোলিং অফিসার আল-আমিন, মো. আমির হোসেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য বিলকিস আক্তার, আনসার সদস্য মিহির কান্তি দত্ত, জাহানারা বেগম, গাড়ির হেলপার মন্টু চাকমার মরদেহ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে আনা হয়।

ময়না তদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হন্তান্তর করা হয়েছে। এছাড়া সাজেক থানার দুই পুলিশ সদস্য ইউনুস আহম্মেদ ও আ. আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post