বান্দরবানকে মডেল জেলায় পরিনত করা হবে -পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

লামা (বান্দরবান) প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, এক সময় বান্দরবান জেলার যেসব স্থানে রাস্তা, ঘ

লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে গণহত্যা দিবস পালন
খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা তপন জ্যেতি চাকমা বর্মা’র ৪র্থতম মৃত্য বার্ষিকীর স্মরণসভা

লামা (বান্দরবান) প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, এক সময় বান্দরবান জেলার যেসব স্থানে রাস্তা, ঘাট, কালভার্ট, ব্রিজ, ফায়ার সার্ভিস, থানা ভবন, কলেজ, স্কুল, মাদ্রাসা, বাজার শেড, হাসপাতাল, মসজিদ, মন্দির, গীর্জা, বৌদ্ধ বিহার ও বিদ্যুৎ সংযোগ ছিলনা বর্তমান সেসব স্থানে সব ধরণের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন উপজেলায় আরো কয়েক কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে গোটা বান্দরবান একটি মডেল জেলায় পরিণত হবে। শনিবার দুপুরে বান্দরবানের লামা উপজেলার শীলেরতুয়া-রুপসীপাড়া সড়কে মাতামুহুরী নদীর ওপর গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এ ব্রীজ নির্মাণ হলে রুপসীপাড়া ইউনিয়নের সাথে উপজেলা সদরের দুর্গমতা কেটে যাওয়ার পাশাপাশি কৃষি ও ব্যবসা খাতে ব্যাপক প্রসার ঘটবে।

রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মার সভাপতিত্বে ব্রীজের ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম মোবাশে^র হোসেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, পৌরমেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, লক্ষীপদ দাশ ও টিংটিং ম্যা, স্থানীয সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী নাজিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, যুগ্ন-সাধারণ সম্পাদক বিজয় আইচ, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুেয়া ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, উন্নয়ন বোর্ডের সুপার ভাইজার প্রশান্ত ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

এদিন সকালে মন্ত্রী লামা-ফাঁসিয়াখালী সড়কের কুমারী সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর শেষে ছাগল খাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের উদ্বোধন করেন। পরে পাশের আলীকদম উপজেলার আবাসিক ছাত্র/ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্থর, আলীকদম-ফাঁসিয়াখালী সড়ক হতে মংসিং হেডম্যান পাড়া রাস্তার কার্পেটিংয়ের ভিত্তিপ্রস্থর ও বিশ্ব খাদ্য সংস্থা কর্তৃক আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ উদ্বোধন শেষে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।