অপহৃত বিএনপির নেতা চাইথুই মারমাকে উদ্ধারের দাবিতে সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার: রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও মারমা সংগঠন ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অপহৃত চাইথুই মারমাকে

খাগড়াছড়িতে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব পালিত
পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস কর্মী নিহত
সিন্দুকছড়িতে মহা উৎসব বৈসাবি উপলক্ষে পালিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার: রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও মারমা সংগঠন ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অপহৃত চাইথুই মারমাকে উদ্বার করার দাবি জানিয়েছে জেলা বিএনপি। ১০মার্চ শনিবার খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে এ দাবী জানানো হয়। সম্মেলন থেকে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধের দাবী জানিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

সাংবাদিক সম্মেলন থেকে দাবী আদায়ে আগামী সোমবার খাগড়াছড়িতে সচেতন জেলাবাসী ব্যানারে আহুত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের প্রতি পুন:সমর্থন করে সফল করার পাশাপাশি গত ৬ মার্চ জেলার মানিকছড়িতে চাঁদা না দেওয়ায় অস্ত্রের মুখে অপহৃত মোবাইল কোম্পানী রবি-এয়ারটেলের চার টেকনিশিয়ানকে উদ্বার,পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্বার এবং সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে এ অঞ্চলের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আব্দুর রব রাজা ও ক্ষনি রঞ্জন ত্রিপুরা।

সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, ইউপিডিএফ সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বিএনপির নেতা চাইথুই মারমাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। মোবাইল ফোনে ম্যাসেজ দিয়েও হুমকি দিয়েছে।

তারই ধারাবাহিকতায় গত ৪ মার্চ গভীর রাতে ইউপিডিএফ’র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও মারমা সংগঠন ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক চাইথুই মারমাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহৃত চাইথুই মারমার স্ত্রী হ্লাহরী মারমা সন্ত্রাসীদের চিনে ফেলেন।