বিএসএফ কর্তৃক আটক বাংলাদেশী নাগরিকদের বিজিবির কাছে হস্তান্তর
খাগড়াছড়ি প্রতিনিধি ॥ গত ৪ঠা এপ্রিল বিকেলে ভারতের দক্ষিণ
ত্রিপুরা রাজ্যের সাবরুম বাজার থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে
আটক হিন্দু সম্প্রদায়ের ১৪ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির
কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গত ৫ এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষী
বাহিনী বিএসএফ, রামগড়স্থ ৪৩ বিজিবির কাছে আটককৃতদের
একটি ঠিকানা ও নামীয় তালিকা পাঠানোর পর ঠিকানা অনুযায়ী
বিজিবির যাছাই বাছাই সাপেক্ষে ৯ এপ্রিল সকাল সাড়ে ৯টার
দিকে রামগড় সীমান্ত ফাঁড়ির বিজিবি কোম্পানী কমান্ডার
সুবেদার মোঃ জয়েন উদ্দিন ও ভারতীয় কাঠালছড়ি ক্যাম্পের ক্যাম্প
কমান্ডার ডিএন শুকলার নেতৃত্বে কোম্পানী পর্যায়ে পতাকা
বৈঠকের মাধ্যমে সঠিক তথ্য যাচাই-বাচাই করে প্রমান পাওয়ার পর
বিএসএসফ, বিজিবি’র হাতে তাদের হস্তান্তর করে। বর্তমানে
আটককৃতরা রামগড় বিওপিতে আছে এবং তাদেরকে রামগড় থানায়
পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়া রয়েছে বলে জানিয়েছে
বিজিবি।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম
নাপোড়া এলাকার ব্রজন্দ্র দাশের ছেলে জগ্য মালী দাশ, তার স্ত্রী গীতা
রানী দাশ, কৈবত্য পাড়ার বনমালী দাশের স্ত্রী চম্পা দাশ, মেয়ে
হৈমন্তী দাশ, অদ্রীতা দাশ, মধ্যম পুইছড়ির কৃষ্ণ দাশের স্ত্রী রাধা
বাশি জলদাশ, নোয়াখালীর হাতিয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের
অনূকুল চন্দ্র দাশের ছেলে নবেল চন্দ্র দাশ, ফরাজি গ্রামের
মানিকচন্দ্র জলদাশের মেয়ে স্বরবতী জলদাশ, মাইছা বাজার এলাকার
মনমোহন জলদাশের ছেলে রায়মোহন জলদাশ, রায়মোহনের স্ত্রী
মুক্তারানি জলদাশ, রায়মোহনের ছেলে অবয় জলদাশ, কুঞ্জলাল জলদাশ অবয়
জলদাশের স্ত্রী আধরি জলদাশ, অবয় জলদাশের ছেলে রাহুল জলদাশ।
আটককৃতরা জানায়, কলকাতা বারসাতে তাদের আতœীয়ের
বাড়িতে বেড়ানোর উদ্দেশ্য তারা রাতের অন্ধকারে রামগড় সীমান্ত
অতিক্রম করে ভারতে প্রবেশ করে। তবে, সীমান্তের কোন পয়েন্ট দিয়ে
তারা ভারতে প্রবেশ করে তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ৪ঠা এপ্রিল শুক্রবার ভারতীয় সময় শুক্রবার সকাল
সাড়ে ৭টা ও ৯টার দিকে দক্ষিণ ত্রিপুরার সাবরুম শহরের বাস স্টেশন ও
কালীবাড়ি এলাকা থেকে দুই দফায় ৬৬ ব্যাটালিয়নের বিএসএফ
সদস্যরা অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে।