বিজয় দিবসে রেড ক্রিসেন্ট সোসাইটি‘র মানিকছড়ি ইউনিটের শ্রদ্ধা নিবেদন

মিন্টু মারমা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি‘র যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিট খাগড়াছড়ি ব্রাঞ্জের ১৬ ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূষ্পমাল্য অর্পণ করেন।এসময় উপস্থিত ছিলেন,যুব রেডক্রিসেন্টের মানিকছড়ি ইউনিট যুব প্রধান চিংওয়ামং মারমামিন্টু, রক্তবিভাগীয় প্রধান মো.আক্তার হোসেন,আরসিওয়াই মামুনুর রশিদ,মো.হাবিবুর রহমান,শারমিন আক্তার,রবিউল হাসান প্রমুখ। Share on FacebookTweetFollow usSave

আমরা সবাই বাংলাদেশের নাগরিক,পরিত্যক্ত ক্যাম্প গুলোতে পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
ফরমায়েশী রায়ের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা শ্রমিকদলের মানববন্ধন
রামগড়ে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

মিন্টু মারমা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি‘র যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিট খাগড়াছড়ি ব্রাঞ্জের ১৬ ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূষ্পমাল্য অর্পণ করেন।এসময় উপস্থিত ছিলেন,যুব রেডক্রিসেন্টের মানিকছড়ি ইউনিট যুব প্রধান চিংওয়ামং মারমামিন্টু, রক্তবিভাগীয় প্রধান মো.আক্তার হোসেন,আরসিওয়াই মামুনুর রশিদ,মো.হাবিবুর রহমান,শারমিন আক্তার,রবিউল হাসান প্রমুখ।