ভোটের ২ থেকে ১০ দিন আগে সেনা মোতায়েন : ইসি
ঢাকা অফিস: নির্বাচনের ২ থেকে ১০ দিন আগে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের শোডাউন মেনে নেয়া হবে না।
১৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে সহকারী রিটার্নিং অফিসারদের দিক-নির্দেশনামূলক সভায় এই মন্তব্য করেন তিনি। এসময় কমিশনার মাহবুব তালুকদারও বক্তব্য রাখেন।
মাহবুব তালুকদার বলেন, এই নির্বাচন কোনো ভাবে প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিকভাবে আমরা মুখ দেখাতে পারবো না। তাই নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে।