মদ ভেবে স্পীট পানে লংগদুতে নিহত ১আহত ২: গৃহবধুর আত্নহত্যা
লংগদু প্রতিনিধি: মদ ভেবে স্পীট পানে লংগদুতে নিহত ০১,আহত ০২,অন্যদিকে পারিবারিক কলহের জেরে এক গৃহ বধুর আত্নহত্যা করেছে।প্রাপ্ত তথ্যে জানা যায়,লংগদু উপজেলার ভাইট্রাপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত মদ,গাজাসহ বিভিন্ন রকম মাদকের ব্যবহার ছিল ওপেন সিক্রেট।এ এলাকায় হাত বাড়ালেই পাওয়া যায়,মদ,গাজাসহ নানা রকম মাদক দ্রব্য।উটতি বয়সের ছেলে থেকে শুরু করে মুরব্বি শ্রেনীর অনেকে এখানে মাদকের সাথে জড়িত।যার ফলে বাজারের সাবেক সভাপতিসহমদ ভেবে স্পীট পানে আজ নিহত ০১,আহত ০২।নিহত জাকির হোসেন (৩৬)পিতা-সৈয়দ আলী ০৫ সন্তানের জনক। গুরুতর আহত আবদুর রাজ্জাক (৪৫)পিতা-আবদুল হাকিম (বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি),অন্যজন হলেন ইসলামুদ্দীন (৪৭)পিতা-হোসেন আলী।গুরুতর আহত আবদুর রাজ্জাক (৪৫)কে উন্নত চিকিতসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
অন্যদিকে পারিবারিক কলহের জেরে বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামে সাথী আকতার নামে এক গৃহ বধুর আত্নহত্যা করেছে।নিহত সাথী আকতার মনিরুজ্জামানের স্ত্রী।খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে পোস্ট মটেমের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।