• November 11, 2024

মহালছড়িতে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ করেছে জেএসএস

 মহালছড়িতে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ করেছে জেএসএস
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে বন্যা কবলিত গরিব ও দুস্থ  মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে  এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। ২৪ আগষ্ট শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)র মহালছড়ি উপজেলা শাখার সভাপতি নীল রঞ্জন চাকমার নেতৃত্বে পাকুজ্যাছড়ি, মহাজনপাড়া, পচাই কার্বারি পাড়া, চৌংড়াছড়ি, মাইসছড়ি, সিলেটি পাড়া চিটাগাঙ পাড়া, ব্রিজপাড়াসহ পাহাড়ি ও বাঙ্গালি  মিলে  প্রায় ৩ শতাধিক পরিবারকে ত্রান সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গগণ ও সংশ্লিষ্ট  সংগঠনের নেতা শান্তি বিজয় চাকমা, রিটেন চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ। টানা বর্ষণে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী  হয়ে পড়েছে প্রায় ৩ শতাধিক পরিবার। এ সময়ে কিছুটা বন্যার পরিস্থিতির উন্নতি হলেও  দুর্বিষহ জীবন করতে হচ্ছে এসব পরিবারগুলোর।
ত্রাণ বিতরনকালে নীল রঞ্জন চাকমা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সবসময় সাধারণ জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।  আগামিতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post