• June 16, 2025

মহালছড়ি “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অনির্বাণ স্পোর্টিং ক্লাব

 মহালছড়ি “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অনির্বাণ স্পোর্টিং ক্লাব

মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাতে “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদপুর অনির্বাণ স্পোর্টিং ক্লাব। খেলার নির্ধারিত সময়ে ৪-১ গোলে মাইসছড়ি জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে অনির্বাণ চ্যাম্পিয়ন হয়।

২৪ মে শনিবার মহালছড়ি ওয়াদুদ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মিনি এস্টডিয়ামে “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্ট’র  ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার খাগড়াছড়ি সদর সার্কেল অফিসার মোঃ কামরুল ইসলাম । বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মাস ব্যাপী আয়োজিত “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টের পর্দা নেমেছে। আজ (২৪মে)শনিবার ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষনা হয়।

পিপলু রাখাইন, মোহাম্মদ মতিউর রহমান পলাশ ও মোহাম্মদ শফিকুল ইসলাম সঞ্চালনায় ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন নিখিল দে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক,সন্ত্রাস থেকে  যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন তৈরী করে।এসময় তিনি খেলাধুলায় মহালছড়ি ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কথা বলেন।

খেলার ম্যান অব দ্যা ম্যাচের খেতাব অর্জন করেন অনির্বাণ স্পোর্টিং ক্লাবের মো: জুয়েল হোসেন। খেলা শুরুর আগে মহালছড়ি উপজেলা শিল্পকলার শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তালেব, জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোঃ হোসেন বাবু, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন,সাধারন সম্পাদক মোঃ জহিরুল হক,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু আহমে  এছাড়াও মহালছড়ি উপজেলার বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

খেলা উপভোগ করতে খেলোয়াড়, বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট মহালছড়ি উপজেলার ১২ দল অংশগ্রহণ করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post