মহালছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

মহালছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: মহালছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারাভিযান কর্মসূচী

মানিকছড়িতে গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভারের মৃত্যু
৪ মেয়েকে সম্পত্তির ভাগ দিবেনা পিতা: দীঘিনালায় পাল্টা সংবাদ সম্মেলন
লক্ষ্মীছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: মহালছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারাভিযান কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (শিক্ষা কম্পোনেন্ট) ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (ওএলএইচএফ) যৌথ আয়োজনে “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ^ গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মহালছড়ি টাউন হলে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির কর্মসূচী কর্মকর্তা ও প্রশিক্ষক স্বপ্না চাকমা’র সঞ্চালনায় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।

এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আফরোজ ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ এর নারী ও কন্যা শিশু ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা এডুকেশন ফেসিলিটেটর শাহরিয়ার আকীব, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির উপজেলা সমন্বয়ক কাজল বরণ ত্রিপুরা।

আলোচনায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধের এখনই সময়। বাংলাদেশে লিঙ্গ ভিত্তিক সহিংসতা ২০১৯ এর তুলনায় ২০২০ এ বেড়েছে ২৪ শতাংশ, আবার ২০২১ এ ২০২০ তুলনায় বেড়েছে ২৪ শতাংশ। লিঙ্গ ভিত্তিক বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহার করে নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।