• October 8, 2024

মহালছড়িতে টমটম চালক সমিতির কমিটি গঠন

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে টমটম চালক সমিতির কমিটি গঠন হয়েছে। ২ ফেব্রুয়ারী শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মহালছড়ি কলেজ মাঠে উপজেলার সকল টমটম চালকদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা টমটম চালকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একদিকে টমটম চালকদের সমন্বয় না থাকায় যাত্রীদের ভাড়া উত্তোলনসহ বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি দেখা যাচ্ছে। যারফলে যাত্রীদের দুর্ভোগ ও হয়রানির শিকার হতে হচ্ছে। এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে কমিটি গঠন জরুরী বলে করেন বক্তারা।

উপজেলার সকল টমটম চালকদের আগ্রহের প্রেক্ষিতে রিপ্রু মারমাকে সভাপতি, ইমন সরকার কার্তিককে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা টমটম চালক সমিতির একটি কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক  গঠনতন্ত্র ও সিদ্ধান্ত অনুযায়ী সকল সদস্যকে  নিয়ম মেনে চলার আহবান জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post