ইসলামে মানুষ হত্যার কোন স্থান নেই-ফটিকছড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী

ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ইসলামে মানুষ হত্যার কোন স্থান নেই। অথচ ইসলাম ধর্মের বিরুদ্ধে কালিমা লেপন করা হচ্ছে। দেশের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। আজকে মুসলিম রাষ্টগুলোকে জঙ্গি রাষ্ট্র বানানো হচ্ছে। শতকরা ৯০ ভাগ মুসলিম জনগণ অধ্যুষিত এ  রাষ্ট্রের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। নবীজির উম্মতরা কখনো জঙ্গি হতে পারে না।

২ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে উপজেলার আল জামিয়াতুল ইসলামীয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী কওমী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে বলেন, কওমী মাদ্রাসার সনদ স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মতো কওমী মাদ্রাসার শিক্ষার্থীরাও পৃথিবীকে আলোকিত করছে। মাথা উঁচু করে চলবে কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা।  তিনি আরো বলেন, ভারতের দেওবন্দ মাদ্রাসার মতো এদেশের কওমী মাদ্রাসাগুলোও একদিন পৃথিবীকে আলোকিত করবে। কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকেও যুগোপযোগী ও আধুনিকায়ন করতে কাজ করছে সরকার।  সভা শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা কোন রাজনৈতিক সফর নই। আমি মাদ্রাসার দাওয়াতে এসেছি, দোয়া নিতে এসেছি।  মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন মাওলানা শওকত বিন হামিদ দৌলতপুরী।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, মাওলানা মাহমুদুল হাসান মমতাজী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ফরিদ উদ্দিন আল মোবারক প্রমুখ।  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব মো. কামাল উদ্দিন, চট্টগ্রামের ডিআইজি ড. মনিরুজ্জামান, চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান, পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা, সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার প্রমূখ।

Read Previous

মহালছড়িতে টমটম চালক সমিতির কমিটি গঠন

Read Next

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত