মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়ি জোনের অধীন ভূয়াছড়ি আর্মি ক্যাম্পের উদ্যেগে খেলাধুলার সরঞ্জাম বিতরন করা হয়। ৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় ভূয়াছড়ি আর্মি

রামগড়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
করোনা পরিস্থিতিতে মানিকছড়িতে বিএনপি’র উদ্যোগে ‘উপহার সামগ্রী’ বিতরণ
খাগড়াছড়িতে বিনামূল্যে রক্তের গ্রুগ নির্নয় কর্মসূচি

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়ি জোনের অধীন ভূয়াছড়ি আর্মি ক্যাম্পের উদ্যেগে খেলাধুলার সরঞ্জাম বিতরন করা হয়। ৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় ভূয়াছড়ি আর্মি ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে কমলছড়ি কল্যাণ সমিতির সভাপতি বিনয় কুমার চাকমাসহ অন্যান্য সদস্যদের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

আলোচনায় ভুয়াছড়ি ক্যাম্প কমান্ডার বলেন, সেনাবাহিনী শিক্ষা ও খেলাধূলার মানোন্নয়নসহ যেকোন উন্নয়ন মূলক কাজে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যত প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে কমলছড়ি কল্যাণ সমিতির সদস্যদের প্রতি আহবান জানান তিনি।

সমিতির সভাপতি বিনয় কুমার চাকমা বলেন, প্রতিটি মানুষের সুষ্ঠ জীবনযাপনের বিনোদনের প্রয়োজন। খেলাধূলাও বিনোদনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত খেলাধুলায় মানুষের শরীর ও মন সুষ্ঠ থাকে। যারফলে মানুষের মন থেকে খারাপ চিন্তা দূরীভূত হয়। এরই ধারাবাহিকতা বজায় রেখে কমলছড়ি কল্যাণ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সাথে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। গুরুত্বপূর্ণ সময়ে ক্রীড়া সামগ্রী বিতরন করায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।