“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত দীঘিনালায়

মোঃ আল আমিন, দীঘিনালা:  খাগড়াছড়ির দীঘিনালায় “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলায় বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে মহিলা সমাবেশের আয়োজন করে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস ।

জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার এর সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বপন বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার চৌধুরী, সহকারী শিক্ষিকা শামসুন নাহার প্রমুখ বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের ঘোষক রিপু খীসা’র সঞ্চালনা সমাবেশের বিষয়বস্তু নিয়ে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার। বক্তারা বলেন, সরকার মহিলাদের উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা, জেন্ডার বৈষম্য, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন ও সকল ক্ষেত্রে কর্মসূচি হাতে নিয়েছে।

তাদের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করতে সরকারের কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সকলেই নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করার আহবান জানান।

Read Previous

মহালছড়িতে জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

Read Next

খাগড়াছড়িতে সচেতনতা বাড়াতে যুব প্রশিক্ষণ অনুষ্ঠিত