মহা সাংগ্রাই উপলক্ষে রামগড়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

রামগড় প্রতিনিধি: পহেলা বৈশাখে মারমা সম্প্রদায়ের মহা সাংগ্রাই উৎসব উপলক্ষ্য খাগড়াছড়ির রামগড়ে ৩ দিন ব্যাপী বিভিন্ন সামাজিক ও ক্রীডা প্রতিযোগিতার পুরষ্কা

শিশু ধর্ষক খুইস্যাকে রাঙামাটির কাপ্তাই থেকে গ্রেফতার
খাগড়াছড়িতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন
মানিকছড়িতে কারিতাসের উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ

রামগড় প্রতিনিধি: পহেলা বৈশাখে মারমা সম্প্রদায়ের মহা সাংগ্রাই উৎসব উপলক্ষ্য খাগড়াছড়ির রামগড়ে ৩ দিন ব্যাপী বিভিন্ন সামাজিক ও ক্রীডা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে রামগড়ের মাষ্টারপাড়া আনন্দ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির কর্তৃক উপজেলা ষ্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু। আনন্দ বৌদ্ধ বিহারের পরিচালক খ্যামংচিং মারমা সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক কাজী নুরুল আলম, উপজেলা যুবলীগ সেক্রেটারি বিশ্ব ত্রিপুরা প্রমুখ।

এসময় স্থানীয় ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পরে উপস্থিত সকলের উদ্দ্যেশ্য রামগড়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে তা আবার ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি।