মানিকছড়িতে এসএসসি উর্তীণ শিক্ষার্থীদের সাঝে আর্থিক সহযোগিতা

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

মানিকছড়িতে এসএসসি উর্তীণ শিক্ষার্থীদের সাঝে আর্থিক সহযোগিতা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় যোগ্যছোলা  ইউনিয়ন মারমা উন্নয়ন সংসদ আয়োজনে ও ফ্রান্স প্রবাসী নিথোয়াই মারমার সহযোগিত

পাহাড়ের উৎসব পার্বণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক আছে-গুইমারা রিজিয়ন কমান্ডার
দীঘিনালায় ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
রামগড়ে করোনা কালীণ প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ পেলেন ১ হাজার পরিবার

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় যোগ্যছোলা  ইউনিয়ন মারমা উন্নয়ন সংসদ আয়োজনে ও ফ্রান্স প্রবাসী নিথোয়াই মারমার সহযোগিতায় ২২ সালের এসএসসির  উর্তীণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান  ও কৃতি স্বারক প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে যোগ্যছোলা ইউনিয়ন মারমা উন্নয়ন সংসদ সাধারণ সম্পাদক মংসানু মারমা  সঞ্চালনায় ও সভাপতি অংশেপ্রু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি গিড়ি মৈত্রী ডিগ্রী কলেজের অধ্যাক্ষ মংচাইঞো মারমা,বিশেষ অতিথি ছিলেন ২১০ নং যোগ্যছোলা মৌজা প্রধান কংজরী চৌধুরী, 

পাড়া প্রধান ক্যজাই কার্বারী,ফ্রান্স প্রবাসী বড় ভাই আতাঅং মারমা,মারমা উন্নয়ন সংসদে উপদেষ্টা ক্যহ্লাচাই মারমা,মাস্রাথোয়াই মারমা,উপজেলা মারমা উন্নয়ন সংসদে যুগ্ন সম্পাদক  উহ্লাচাই মারমা,কালাপানি মৌজায় পাড়া প্রধান থোয়াইপ্রু কার্বারী প্রমূখ। এ সময়ে বক্তারা বলেন, শিক্ষা জাতি মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি হতে পারে না।তাই সকল শিক্ষার্থীকে উদেশ্য  বলেন সবাইকে দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই । ফ্রান্স প্রবাসী নিথোয়াই মারমা প্রবাসে লেখা পড়াপাশাপাশি চাকুরী করে কিছু টাকা নিজ দেশে নিজ গ্রামে কৃতী সন্তানদের উতৎসাহিত করার জন্য এ আর্থিক অনুদান প্রদান করেন।