মাটিরাঙ্গায় উপজেলা যুবদল এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মাটিরঙ্গা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২১জুন শনিবার মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ। প্রধান বক্তা ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউল আলম (বদি)।
বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা যুবদলের সহ-সভাপতি আমির খাঁন ঝিনুক, খাগড়াছড়ি জেলা যুবদল যুগ্ন-সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাটিরাঙ্গা উপজেলা যুবদল সদস্য সচিব ফোরকান ইমামী। এ সাংগঠনিক সভায় জেলা ও উপজেলার সিনিয়র নেতবৃন্দরা উপস্থিত ছিলেন। ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালিী ও দলকে সু-সংগঠিত করতে মাটিরাঙ্গার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা সাংগঠনিক সভায় অংশ নেন।