মাটিরাঙ্গায় করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতা মানছে না ক্রেতা-বিক্রেতা
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে সারা দেশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন গত কয়েকদিন ধরে জনসাধারণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দফায় দফায় প্রচারণা চালিয়েছেন ।
২৮ মার্চ শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে সেনাবাহিনী সামাজিক দুরত্ব নিশ্চিতে মাটিরাঙ্গা বাজারের গলি গলি গিয়ে যার যার প্রয়োজনীয় কাজ দ্রুত সেরে বাড় চলে যাওয়ার অনুরোধ জানান। এরপর দুপুর গড়িয়ে বিকাল হলেও সাধারণ মানুষ প্রশাসনের ডাকে সাড়া দিতে দেখা যায়নি । এখনো বিভিন্ন দোকানের ভেতর দরজা বন্ধ করে চলছে চা চক্রের আড্ডা। কেউ কেউ প্রশাসনের চোখকে ফাঁকি দিতে কুলিং কর্ণার এবং চা দোকানে নতুনভাবে বিক্রয়ের নামে আলু ও পেয়াজের বস্তা সাজিয়ে দোকান খোলা রাখছেন।
বিভিন্ন ঔষধ ফার্মেসীর বিক্রেতাদের অনেকেই মাস্ক ও হ্যান্ড গ্লাফস ব্যবহার না করে পেস্ক্রিপশান,ঔষধ ও টাকা লেনদেন করতে দেখা গেছে । তাতে করোনা সংক্রমণ রোধ ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফলে সামাজিক দুরত্ব সৃষ্টির লক্ষ্যে গৃহীত দেশব্যপি প্রশাসনিক যে কার্যক্রম চলমান রয়েছে তা মাটিরাঙ্গায় কার্যকর হচ্ছে না বলে মনে করেন সচেতন মহল।