মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
মাটিরাঙ্গা প্রতিনিধি: “স্বয়ং সম্পুর্ণ মাছে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে,সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গাতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১১টার দিকে উপজেলা মৎস্য দপ্তর হলরুমে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। তিনি জনগনকে বিষ মুক্ত মাছ উৎপাদন ও খাওয়ার অনুরোধ জানিয়ে অষ্ট্রেলিয়ান মাগুর ও পিরানহা মাছ চাষ না করার জন্যে মৎস্য চাষীদের প্রতি আহবান জানান।
এসময় তিনি জাতীয় সপ্তাহ মৎস্য সপ্তাহ-২০১৮ এর বিভিন্ন দিনের কর্মসুচী ঘোষনা করেন। এর মধ্যে ১৮ জুলাই বুধবার মতবিনিময় সভা,জনবহুল স্থানে মাইকিং, ১৯ জুলাই বৃহস্পতিবার সড়ক র্যালি,২০ জুলাই শুক্রবার-মৎস্য চাষে বর্তমান সরকারের অগ্রগতির বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন,২১ জুলাই শনিবার ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা,২২ জুলাই রবিবার বিভিন্ন স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন,২৩ জুলাই সোমবার হাট বাজার/জনবহুল স্থানে মৎস চাষ বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা ও ভিডিও/প্রামাণ্যচিত্র প্রদর্শন,২৪ জুলাই মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ মুল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অন্যতম। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম বলেন,বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান-ই পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে বাংলাদেশে সর্বপ্রথম মৎস্য চাষের উন্নয়নে কাজ করেছিল।
তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার আন্তরিকতার সাথে দেশের মানুষের আমিষের চাহিদা পুরণ কল্পে মৎস্য খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সময় মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ সদস্য ধর্ম জ্যোতি ত্রিপুরা, মৎস্য চাষী খোকন, সঞ্জয় দাশ, মো: জাহাঙ্গীর, সিরাজ মিয়া, সুপিয়ান, হামিদ, গন্ধরাজ, আজিম উদ্দিন, হাশেম, দুলালসহ প্রায় অর্ধশত মৎস্য চাষী উপস্থিত ছিলেন।