• December 11, 2024

মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

স্টাফ রিপোর্টার: মাটিরাঙ্গায় শেষ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট”। মঙ্গলবার বিকেলে মাটিরাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক আয়োজিত খেলার ফাইনাল ম্যাচে পুলিশ একাদশ’কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে শেখ ফজলুল হক মনি একাদশ।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি তুলে দেন, ২৪আর্টিলারী ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম সাজেদুল ইসলাম। এসময় তিনি বলেন, খেলাধুলা মানুষের দেহ ও মনকে সুস্থ্য রাখে। যুব সমাজকে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড ও মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠে পাহাড়ে বসবাসরত বিভিন্ন ভাষাভাষী জাতি গোষ্ঠীর স্বতস্ফুর্ত অংশগ্রহনই সাম্প্রায়িত সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বলে জানান প্রধান অতিথি।

এসময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল নওরোজ নিকোশিয়ার, উপ-অধিনায়ক মেজর ইমরুল কায়েস, জোন ষ্টাফ অফিসার মেজর সাকিল, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভিষণ চন্দ্র দাশ, পৌর মেয়র মোঃ সামছুল হক, ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক/শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত ১৭ই মার্চ টুর্নামেন্টটি শুরু হয়। এতে ১০টি দল অংশগ্রহণ করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post