• July 9, 2025

মাটিরাঙ্গায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: মাটিরাঙ্গায় সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ নেওয়াজ উদ্দিন প্রকাশ নজির(৬৫) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিপন চন্দ্র মজুমদারের নেতৃত্বে মাটিরাঙ্গার শান্তিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার দিন ১০ ফেব্রুয়ারি সকালের দিকে শিশুটির বাবা মোঃ জাকির হোসেন তার সাড়ে চার বছর বয়সী মেয়েকে বাড়ির পাশের মক্তবে দিয়ে নিজের কাজে চলে যান। মক্তব ছুটি হলে শিশুটি বাড়ি ফেরার পথে লম্পট মোঃ নেওয়াজ উদ্দিন প্রকাশ নজির ওই শিশুটিকে বিস্কুট ও চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে ওই লম্পট তাকে ছেড়ে দেয়। পরে ওই শিশু বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনা জানালে বিষয়টি জানাজানি হয়।

এদিকে শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে একই দিন বিকালের দিকে তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে বাড়ি ফিরে ১৬ ফেব্রুয়ারি ওই শিশুর বাবা মোঃ জাকির হোসেন ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ নেওয়াজ উদ্দিন প্রকাশ নজির এর বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই লম্পট ধর্ষণ চেষ্টাকারী মোঃ নেওয়াজ উদ্দিন পলাতক ছিলেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দিন ভূঁইয়া জানান, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে মোঃ নেওয়াজ উদ্দিন প্রকাশ নজিরকে গ্রেফতার করা হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ওই শিশুটির ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে বলেও জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post