মাটিরাঙ্গা প্রতিনিধি: মাটিরাঙ্গা উপজেলায় হেডম্যান কার্বারীদের সাথে নব যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি এর পরিচিতি ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা ভূমি অফিস ও হেডম্যানদের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
মাটিরাঙ্গা দুইশ চার (২০৪) নং আলুটিলা মৌজার হেডম্যান হিরন জয় ত্রিপুরার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চাইল্যা প্রু চৌধুরী, অভ্যা মৌজার হেডম্যান ললিত বিকাশ ত্রিপুরা ও ১৮৫নং অযোদ্ধা মৌজার হেডম্যান ও নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্ক এর আহবায়ক জয়া ত্রিপুরা প্রমুখ।
নব যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি বলেন, কর্মক্ষেত্রে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনায় হেডম্যানগনের সহযোগিতা গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে। তিনি সমতল জেলারগুলোর তুলনায় পার্বত্য এলাকায় ভূমি সংক্রান্ত কাজে ভিন্নতা রয়েছে মন্তব্য করে পার্বত্য এলাকার হেডম্যানদের দায়িত্ব সংক্রান্ত নানা বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় হেডম্যানদের স্ব স্ব কর্মক্ষেত্রে আরো বেশী দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, হেডম্যান ও উপজেলা ভূমি কার্যালয় কর্মক্ষেত্রে একই পরিবারের অংশ। সরকারের ভূমি রক্ষনাবেক্ষনে হেডম্যান ও কার্বারীদের গুরুত্ব অপরিসীম মন্তব্য করে তিনি ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধান ও ভূমি অফিসের কাজে হেডম্যানদের সর্বাত্তক সহায়তা প্রত্যাশা করেন।