খাগড়াড়ি সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসার সামগ্রী দিলো জেলা পরিষদ

খাগড়াছড়ি প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসের মোকাবিলায় ও রোগিদের জীবন বাঁচাতে খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ৩০টি অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী দিয়েছে জেলা পরিষদ।

১৬জুলাই বৃহস্পতিবার দুপুরে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকৈ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশের নিকট এসব হস্তান্তর করেন।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও হার্ড বিশেষজ্ঞ ডা: পূর্ণ জীবন চাকমা। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহবায়ক এমএ জব্বার, গাইনী কনসাল্টেন ডা. জয়া চাকমা, ডা. সুভাস বসু, ডা. টুটুল চাকমা, ডা. আলা উদ্দিন, ডা. রাজর্ষী চাকমা, ডা. নিউচিং চৌধুরী এমেলি প্রমূখ।

পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, স্বাস্থ্য সেবা ও জীবণ বাঁচাতে সকলকে সচেতন থাকার আহবান জানান। তাই করোনা মোকাবেলায় ডাক্তারদের পাশপাশি সকলকে সচেতন হতে হবে । চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্য খাতে সংকট মোকাবেলায় জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসার ফলে করোনা মোকাবেলার অন্যতম হাতিয়ার অক্সিজেন সিলিন্ডার পেল খাগড়াছড়ি সদর হাসপাতাল। এ সময় তিনি আগামীতে চিকিৎসা সামগ্রী সংকট কাটাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post