• January 17, 2025

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা:  ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ,সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ‘ এই প্রতিপাদ্যকে হৃদয়ে ধারনের আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা  চেয়ারম্যান মো: তাজুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য দিবসের কার্যক্রম শুধুমাত্র আলোচনা সভার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না মন্তব্য করে তিনি সকলকে নিজেদের আশেপাশে উৎপাদন ও বাজারজাতকৃত খাদ্যের গুনগতমান নিশ্চিত করণে সচেতন থাকতে হবে। পন্য কেনার সময় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেশে কেনার পরামর্শ দিয়ে তিনি স্কুল শিক্ষার্থী ও আমন্ত্রিত ব্যক্তিবর্গের প্রত্যেককে নিজেদের পরিবারে নিরাপদ খাদ্য গ্রহনের বিষয়ে সচেষ্ট থাকার আহবান জানান।

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মাটিরাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভুমি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী‘র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক  রুপায়ন চাকমা।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা , মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post