মানিকছড়িতে কৃষক শ্রমিকলীগ নেতা-কর্মীর মাঝে ত্রাণ সহায়তা প্রদান
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার কৃষক শ্রমিকলীগ নেতা-কর্মীর ১’শ ৫জন সদস্যের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করেছে ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ। সদস্যদের হাতে ত্রাণ-সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।
১৪ জুন রবিবার ইউনিয়ন পরিষদ চত্বরে নগদ টাকা ও চাউল বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ ও ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক।
এ সময় উপজেলার ১শত ৫জন কৃষক শ্রমিকলীগ নেতা-কর্মী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে নগদ ২শত টাকা ও ১০ কেজি চাল গ্রহণ করেন।‘করোনা’র প্রাদুর্ভাবে গৃহবন্দি ও কর্মহীন অসহায়দের মাঝে ত্রাণ-সহায়তার অংশ হিসেবে এই নগদ টাকা ও চাল বিতরণ করা হলো।