• December 12, 2024

মানিকছড়িতে ছাত্রী ধর্ষণ, থানায় অভিযোগ

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার গোরখানায় এক মাদরাসা ছাত্রী(১৪) ধর্ষণের শিকার হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গোরখানা গ্রামে‘শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির জনৈক ছাত্রী ৫ এপ্রিল বিকালে নিখোঁজ হয়। অভিভাবকরা অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান নিশ্চিত করতে পারেনি। এদিকে ৬ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে এলাকার জনৈক জয়নাল হোসেন নামক এক ব্যক্তি মেয়েটিকে অসুস্থ অবস্থায় নির্জন জায়গায় দেখতে পেয়ে মেয়ের পরিচয় নিশ্চিত হয়ে তাকে আহত অবস্থায় ছাত্রীর অভিভাবক এনে বুঝিয়ে দেয়।

পরে মেয়ের প্রতিবন্ধী পিতা নেছু মিয়া লোকজনের সহায়তায় মেয়েকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিকভাবে মেয়ের স্বাস্থ্য পরীক্ষা করে ধর্ষণের আলামত পরিলক্ষীত হওয়ায় মেয়েটিকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে পুলিশ রাতেই এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ও.সি তদন্ত মাসুদ করীম সিকদার জানিয়েছেন ঘটনাটিকে গুরুত্ব দিয়ে পুলিশ প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার চেষ্ঠা করবে এবং ভিকটিমকে চেকআপে প্রেরণ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post