• September 20, 2024

মানিকছড়িতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

মানিকছড়ি প্রতিনিধি: দেশ ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার অংশ হিসেবে মানিকছড়ি উপজেলা প্রশাসনের আেয়াজনে দু’দিন ব্যাপি মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

১২ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার(অ.দা) রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী সভা ও র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা। বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ, প্রকৌশলী মো. জাকির হোসেন,  যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহীদুল্লাহ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বয়ক মো. ইয়াছিনুল হক, সমাজসেবা কর্মকর্তা মো. আবদুল মান্নান পাটোয়ারী, সমবায় কর্মকর্তা মো. আবুল কাসেম প্রমূখ।

সভার পূর্বে উপজেলা টাউন হল চত্বর থেকে র‌্যালি বের করা হয়। পরে সেটি টাউন হলে গিয়ে সমবেত হলে অনুষ্টিত হয়। উদ্বোধন অনুষ্ঠান। বক্তব্য শেষে স্কুল-কলেজের ৮টি স্টল ঘুরে দেখেন অতিথিরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post