• December 1, 2024

মানিকছড়িতে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা মূলক প্রচারণা

মানিকছড়ি প্রতিনিধি: নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলুন লেখা বিষয়ক জন-সচেতনতামূলক (লিফলেট) প্রচারপত্র বিতরনের মধ্য দিয়ে গাড়ি চালকদের অবগতি করতে রাস্তায় নেমেছেন সয়ং মানিছড়ি থানার পুলিশ। আজ সকাল সাড়ে ১০. টা থেকে দিনব্যাপী মানিকছড়ি থানা পুলিশের আয়োজনে মানিকছড়ি বাজার এলাকা ও আমতল, মহামুনি বাস-টর্মিনালের সাধারন জনগণ,পথচারী, অটোরিকসা চালক, মোটর সাইকেলচালক, ভ্যান চালক, ট্রাকসহ বিভিন্ন ধরনেরযানবাহনের চালকদের হাতে এ প্রচারপত্র তুলে দেন সেই সাথে ‘সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী’ বলে সতর্ক করেন । প্রচারপত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ সহ এসআই,এএসআই ও পুলিশ সদস্যগন।

মানিকছড়ি উপজেলার বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে সচেতনতা মূলক প্রচারেপত্র বিতরন কালিন পুলিশ কর্মকর্তারা সাধারন জনগণসহ সকল ধরনের যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন এবং গাড়ির বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেল চালকদের হেলমেট ব্যবহারের পরামর্শ প্রদান করেন ।

প্রচারনার বিষয় মানিকছড়ি থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ সেবা সাপ্তাহের অংশ হিসাব আজ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান স্যারের তত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থান ট্রাফিক আইন বিষয়ে সচেতনতায় প্রচারনা হয়।

এ বিষয়ে একাধিক ব্যাক্তির মন্তব্যর মধ্যে আলমগীর নামে এক মটরসাইকেল চালক বলেন, দেশে সড়ক দুর্ঘটনা যে হারে বাড়ছে, সে কারনে ট্রাফিক আইন মেনে চলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ন । লিফলেট বিতরনের মধ্যদিয়ে সমসাময়িক এই সচেতনতা মূলক প্রচারনায় ভূয়সী প্রশংসার দাবীদার মানিকছড়ি থানার পুলিশ প্রশাসন।

উল্লেখ্য প্রচারপত্রের কিছু অংশ, ড্রাইভিং লাইসেন্স ব্যাতিত/হেলমেট ব্যাতিত কেউ গাড়ি চালাবেন না, রেজিস্ট্রেশন বিহিন মটরসাইকেল/ গাড়ি রাস্তায় নামাবেন না, জীবনের ঝুকি নিয়ে বেপরোয়া গাড়ি চালাবেন না, যত্রতত্র গাড়ি পার্কিং করবেন না, ব্রিজ কালভার্টা সরু রাস্তা আঁকা-বাকাঁ রাস্তা এবং বিভিন্ন মোড়ে ওভার টেকিং করবেননা, এ ধরনের নির্দেষ-উপদেশ সম্বলিত হাতপ্রচারপত্র বিতরন করেন ।

 

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post