• June 16, 2024

লক্ষ্মীছড়ি কলেজে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোবারক হোসেন: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি কলেজে সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৯ জানুয়ারি মঙ্গলবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান, পিএসসি,জি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, লক্ষ্মীছড়ি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, থানার অফিসার ইনচার্জ আ: জব্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী মর্তুজা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, প্রভাষক মঙ্গল কুমার চাকমা। এছাড়া বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি কলেজ পরিচালনা কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আবুল হাসেম চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারি।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মঙ্গল চাকমা ও মার্টিনা দেওয়ান। বক্তারা লক্ষ্মীছড়ি কলেজকে এগিয়ে নিতে লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নানা অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, ২০০২সালে তৎকালীন ইউএনও বর্তমান (যুগ্মসচিব) রাজউক’র নির্বাহী মেজিষ্ট্রেড মো: রোকন-উদ দৌলা যখন লক্ষ্মীছড়ি কলেজ প্রতিষ্ঠা করেন তখন লক্ষ্মীছড়ি জোনে এ্যাডজুটেন্ট হিসেবে কর্মরত ছিলেন বর্তমান জোন কমান্ডার। ২০১৭সালে ফেব্রুয়ারি মাসে নতুন করে লক্ষ্মীছড়তে যোগদান করেই জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান কলেজের কার্যক্রম এগিয়ে নিতে সার্বিকভাবে সহযোগিতা করেন। বর্তমানে প্রথম বর্ষে ১৭৬জনসহ এ কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুইশতাধিক। জাতীয়করণে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, সমসাময়িক চিন্তা না করে ২০বছর পর কি হতে পারে সেই চিন্তা করতে হবে। আমাদেরকে সে রকম প্রতিনিধি নির্বাচিত করতে হবে যারা উন্নয়নে এলাকার জন্য কাজ করবে। যারা ভালো লেখা পড়া করবে তারা এগিয়ে যাবে দমিয়ে রাখা যাবে না। লক্ষ্মীছড়িকে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে শিক্ষাকে সবসময় অগ্রাধীকার দিলে ভবিষ্যৎ জীবনে নতুন প্রজন্ম সুন্দর পৃথিবী পাবে। এর আগে লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের সহধর্মিনী তোহফা সিদ্দীকা ফিতা কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রায়শাদ রেজা রাতুল, এস এম হনারারী লেফটেন্যান্ট আসাদ, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন, কলেজের প্রভাষকগণ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post