মানিকছড়িতে দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক উৎসব
আবদুল মান্নান: দুর্নীতিবিরোধী জাতীয় বির্তক উৎসব সামনে রেখে দেশব্যাপি মাধ্যমিক স্কুল পর্যায়ে বির্তকের অংশ হিসেবে ২৯ জানুয়ারী মানিকছড়ির তিনটহরী উচ্চ বিদ্যালয়ে বির্তক শুরু হয়েছে।
মানিকছড়ি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে চারটি গ্রুপে‘‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” এ প্রতিপাদ্যে বির্তক শুরু হয়। এতে ৪গ্রুপের শিক্ষার্থীরা যার যার দলগত পক্ষে বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরে যুক্তি উপস্থাপন করেন। পরে বিজিত ও বিজয়ী দলের(গ্রুপ) মাঝে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতিউল ইসলাম।
এ সময় সহকারী প্রধান শিক্ষক সুদীপ কুমার নাথ, রপেশ বড়–য়া, মো. নুরুল আলম,পরেশ চাকমা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক আবদুল মান্নান উপস্থিত ছিলেন।