• July 17, 2024

মানিকছড়িতে নতুন ইউএনও তামান্না মাহমুদ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেছেন তামান্না মাহমুদ। ১৩ মে রবিবার তামান্না মাহমুদ কর্মস্থল মানিকছড়ি উপজেলায় যোগদান  করেন। নবাগত কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ নিয়েছেন সহকারি কমিশনার(ভূমি) রুবাইয়া আফরোজ।

বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উদদীন মুরাদ এর স্থলাভিষিক্ত হিসেবে ১৩ মে বিকালে কর্মস্থলে যোগদান করেন ৩০তম বিসিএস এর কর্মকর্তা তামান্না মাহমুদ। সহকারি কমিশনার (ভূমি) থেকে এ প্রথম ইউএনও হিসেবে তাঁর পদোন্নতি হয়। তাঁর জন্ম স্থান মুন্সিগঞ্জ জেলায়। নবাগত কর্মকর্তা কর্মস্থলে যোগদান করার পর তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলায় যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহীদুল্লাহ ও সমাজসেবা কর্মকর্তা মো. আবদুল মান্নান পাটোয়ারীসহ কর্মচারীবৃন্দ। উল্লেখ্য যে, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উদদীন মুরাদ সম্প্রতি ফেনী জেলার পশুররাম উপজেলায় বদলি হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post