খাগড়াছড়িতে হেডম্যান কার্বারী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত নয় সন্ত্রাসী কার্যক্রম চলছে। সাধারণ পাহাড়ীদের মানবঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের আধিপত্য বিস্তার করছে সন্ত্রাসীরা। সন্ত্রাসী সংগঠনগুলো নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর চেষ্টা করছে।

খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে ১২ মে শনিবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল মিলনায়তনে আয়োজিত হেডম্যান কার্বারী সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি এ কথা বলেন। তিনি আরও বলেন, সরকার সংবিধানের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের জাতিগোষ্ঠীদের প্রথা ব্যবস্থা সমুন্নত রাখতে হেডম্যান কার্বারী প্রথা চালু রেখেছে। কিন্তু সন্ত্রাসী গোষ্ঠীদের অশুভ শক্তিতে তারা সে ক্ষমতার সুষ্ঠু ব্যবহার করতে পারছেন না দাবি করে নিজেদের অধিকার ও কর্তব্য সর্ম্পকে সজাগ হওয়ার আহ্বান জানান।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে সম্প্রীতি সম্মেলনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন। এসময় সম্মেলনে উর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ খাগড়াছড়ি সার্কেলের ৬৭৭ জন হেডম্যান কার্বারী উপস্থিত ছিলেন।

Read Previous

রামগড়ে আবার চালু হচ্ছে হিলটেক্টস ডিস্ট্রিলারিজ লিঃ

Read Next

মানিকছড়িতে নতুন ইউএনও তামান্না মাহমুদ