• November 6, 2024

মানিকছড়িতে প্রেমিক ঝুটি হাজতে

আলমগীর হোসেন: খাগড়াছড়ি জেলার মানিকছড়ির রাজার গোদারপার বাবুর দের স্ত্রী এক সন্তানের জননী হিরাধর(১৯)নামার তিনটহরী পাড়ার আব্দুল ছোবানের ছেলে মনির হোসেন(২০)সাথে পালিয়েছে।

স্থানীয় মেম্বার আলী আশ্রফ ও পুলিশ জানান দুইজনের মধ্য র্দীঘদিন  মোবাইল ফোনে প্রেম সর্ম্পক চলছে গতকাল রাতে দুই জনে পাশের গ্রাম র্পৃব তিনটহরী পালিয়ে যান। ‍ঐখানে স্থানীয়রা দুইজনকে একই ঘর হতে আটক করে আজ (২১জুন ভোর ৫টায় শুক্রবার)

মেম্বারের কাছে আনেন মেম্বার থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে মানিকছড়ি থানায় মামলা-০৩/১৯ রুজু করে কারাগারে পাঠান। মানিকছড়ি থানার এসআই  আব্দুল কাদের বলেন প্রেম ঘটিত ঘটনায় তাদেরকে কারাগাড়ে পাঠানো হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post