• October 8, 2024

মানিকছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উদ্যোগে মৌলিক প্রশিক্ষণ

আবদুল মান্নান: বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লক্ষ্মীছড়ি ইউনিটের উদ্যোগে মানিকছড়িতে স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগস্ট সকাল সাড়ে ১০টায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘তিনটহরী উচ্চ বিদ্যালয়’র হল রুমে অনুষ্টিত মৌলিক প্রশিক্ষণ ছাত্র-ছাত্রীদের মাঝে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সর্ম্পকে এবং এদের কার্যক্রম, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল সর্ম্পকে বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কমান্ডার মো. ছলিম উল্লাহ।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্কুল মাঠে আগুন ধরিয়ে তা কিভাবে দ্রুত সময়ে নিভানো যায় এর কৌশল শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করেন। পরে শিক্ষার্থীরাও আগুন দ্রুত সময়ে নিভিয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

বেলা ১২টায় রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দল উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল আয়ত্ব করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post