মানিকছড়িতে মাঠ দিবস পালিত

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার কৃষিনির্ভর জনপদ এয়াতলংপাড়ায় মাঠ দিবস পালন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০ মার্চ বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. আবদুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা (অ.দা.) মো. নাছির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, এয়াতলংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু তালেব, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সৈয়দ মাহমুদ ফরিদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্তসহ সকল উপ-সহকারি কৃষি কর্মকর্তা।

সভায় সফল কৃষক মো. আনিসুল হক বলেন, উপজেলার অবহেলিত জনপদ এয়াতলং পাড়ার শতাধিক হেক্টর কৃষি জমি গ্রীস্মকালে পানির অভাবে অনাবাদি থাকে। তাই একটি গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে অনাবাদি জমিগুলো ছাষাবাদের আওতায় আনলে একদিকে যেমন খাদ্যের ঘাটতি মিটবে। অন্যদিকে কৃষকরা স্বাবলম্বি হবে। অপর সফল কৃষক ও শিক্ষক মো. আবু তালেব বলেন, কৃষি প্রধান দেশ, বাংলাদেশ। এ তথ্য প্রযুক্তির যুগে কৃষিবিদরা কৃষকদের দ্বারে এসে কৃষক মাঠ দিবস পালন করছে। নতুন নতুন প্রযুক্তি নিয়ে কৃষকদের সাহায্য করছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে আমরা(কৃষক) লাভবান হবো।

পরে প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আমরা (কৃষিবিদরা)কৃষকদের দুয়ারে ,দুয়ারে বিনামূলে সেবা দিতে প্রস্তুত। তথ্য প্রযুক্তির আর্শিবাদে ওষধ ছাড়াই এখন অতি কম খরচে পোকা-মাকড় দমন সম্ভব। সেক্সপেরুমন দ্বারা পোকা দমন করলে অর্থ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ ও কৃষকের স্বাস্থ্য সুস্থ থাকে। এছাড়া অত্র জনপদে বাদাম, ভুট্টা,ধান চাষে এবার নতুন প্রযুক্তি ব্যবহারে কৃষকরা  আগ্রহী হচ্ছে। আগামীতে আমরা নতুন প্রযুক্তি নিয়ে আরো তৃণমূলে যেতে চাই। আপনার   অজ্ঞতা পরিহার করে আসুন আমরা তথ্যপ্রযুক্তির সেবা নিয়ে কৃষিখাতে নিজে এবং দেশকে স্বাবলম্বী করে তুলি। পরে অতিথিরা লোকালয়ে চাষাবাদ করা বাদাম ও ভুট্টা ফসল সরজমিনে ঘুরে দেখেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post