• November 7, 2024

মানিকছড়িতে যুব রেড ক্রিসেন্টের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

 মানিকছড়িতে যুব রেড ক্রিসেন্টের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ব্রাঞ্চের মানিকছড়ি উপজেলা ইউনিটের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ শুক্রবার মানিকছড়ি টাউনহলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশ নেন রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ব্রাঞ্চের ভাইস চেয়ারম্যান আইনজীবী মো. জসিম উদ্দিন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, এম এ জব্বার, মো. মাঈন উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, আজীবন সদস্য মো. সামায়উন ফরাজী সামু, মো. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় প্রমূখ।
ইফতারপূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আহমদুল হক। এতে আরও উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকছড়ি উপজেলা ইউনিটের যুব প্রধান, থোয়াইঅংপ্রু মারমা, জনসংযোগ বিভাগের প্রধান মো. আবু জাফর, মো. আবদুল আউয়াল, সাবেক যুব প্রধান ও সাংবাদিক চিংওয়ামং মারমা মিন্টু, মো. আশরাফুল আলম, মো. আকতার হোসেন ও মামুনুর রশীদসহ অন্যান্য সদস্য, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post