মসজিদের উন্নয়ন কাজে ইউনিয়ন পরিষদের নগদ সহায়তা

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় মধ্যবেতছড়ি বাজার  মসজিদ দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় ছিলো। এলাকাবাসী ও সমাজ কমিটির উদ্যোগে মসজিদ পাঁকা করার কাজ চলমান রয়েছে।

তারই অংশ হিসেবে শুক্রবার দুপুরে উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী নগদ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি মো: জাকির হোসেন, কোষাধ্যক্ষ আফজাল হোসেন,  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা মানিক প্রমুখ।

জানা যায়, মধ্য বেতছড়ি বাজারের এই মসজিদ দীর্ঘদিন যাবৎ টিনসেট ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে।  এলাকাবাসী ও সমাজ কমিটির উদ্যোগে মসজিদটি পাঁকা করণ এর উদ্যোগ নিয়েছে এবং কাজও চলমান।

সমাজ ও মসজিদ কমিটির সভাপতি মো. জাকির হোসেন জানান, মসজিদটি দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় রয়েছে।  সামাজিক উদ্যোগে ও কয়েকজন দানবীর এর সহযোগিতায় পাঁকা করণ এর কাজ শুরু করা হয়েছে। আজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী নগদ ৫০ হাজার টাকার সহায়তা মসজিদের উন্নয়ন কাজ আরো গতিশীল করবে।

Read Previous

মানিকছড়িতে শংকট মঠ ও মিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Read Next

মানিকছড়িতে যুব রেড ক্রিসেন্টের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল