মানিকছড়িতে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মিন্টু মারমা, মানিকছড়ি: মানিকছড়ি উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ব্রাঞ্চ মানিকছড়ি ইউনিটের উদ্যোগে ২৩ জানুয়ারি মানিকছড়ি প্রেস ক্লাব হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় উপ-যুব প্রধান-২ আশরাফুল আলম‘র সঞ্চালনায় ও চিংওয়ামং মারমা মিন্টু‘র সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আজীবন সদস্য ম্রাগ্য মারমা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আজীবন সদস্য জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য মো. মাঈন উদ্দিন,সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য সজল বরণ সেন,সদর ইউপি চেয়ারম্যান ও আজীবন সদস্য মো.শফিকুল ইসলাম ফারুক, যুবলীগ নেতা মো.সামায়ওন ফরাজি সামু আরসিওয়াই মো.হাবিবুর রহমান,মো.আহাদান সওদাগর ও মামুনুর রশিদ প্রমূখ।
এসময় প্রধান অতিথি বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আত্ম মানবতা সেবাই কাজ করে যাচ্ছে । পার্বত্য জেলায় প্রাকৃতি দূর্যোগের মোকাবেলায় যেমন পাহাড় ধ্বসের দূর্ঘতদের উদ্ধার ঘূর্ণি ঝড়সহ বিভিন্ন আত্ম মানবতা সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় আজ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।