মানিকছড়িতে সনাতন ছাত্রযুব পরিষদ এর উদ্যেগে বই বিতরন
আলমগীর হোসেন: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় মানিকছড়ি গিরিমৈত্রি কলেজ একাদশ শ্রেনির ছাত্র-ছাত্রীর মাঝে মানিকছড়ি সনাতন ছাত্রযুব পরিষদ এর উদ্যেগে বই বিতরন করা হয়েছে।
৩০ জুলাই মানিকছড়ি গিরিমৈত্রি কলেজ হলরুমে এই আয়োজন করা হয়েছে। অনুষ্টানটি পরিচালনা করেন মানিকছড়ি সনাতন ছাত্রযুব পরিষদ সাধারণ সম্পাদক রাহুলশীল, ও শিক্ষাবিষয়ক সম্পাদক অমিতশীলপ্রেমা, অনুষ্টানের সভাপতিত্ব করেন দীপক কুমার নাথ, সভাপতি সনাতন ছাত্রযুব পরিষদ মানিকছড়ি, প্রধান অতিথি হিসাবে উপিস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি মংচাইক্রো মারমা, অধ্যক্ষ, মানিকছড়ি গিরিমৈত্রী সরকারী কলেজ, ডা:অমর দত্ত, সাধারন সম্পাদক সনাতন নমাজ কল্যান পরিষদ ও পল্লী ডাক্তার কল্যান সোসাইটি, বিপ্লব চক্রবতী, প্রধান শিক্ষক মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, সপন ভট্টর্চায্য, সভাপতি সনাতন ছাত্রযুব পরিষদ কেন্দ্রীয় কমিটি খাগড়াছড়ি, সাগর দত্ত, সহ-সভাপতি সনাতন ছাত্রযুব পরিষদ কেন্দ্রীয় কমিটি খাগড়াছড়ি, লিটন ভট্টর্চায্য রানা, সহ-সাধারণ সম্পাদক সনাতন ছাত্রযুব পরিষদ কেন্দ্রীয় কমিটি খাগড়াছড়ি, সুজন কান্তি দাশ, তথ্য গভেষণা বিষয়ক সম্পাদক সনাতন ছাত্রযুব পরিষদ মানিকছড়ি, তপন নাথ সাংগঠনি সম্পাদক সম্পাদক সনাতন ছাত্রযুব পরিষদ মানিকছড়ি, বাপ্পি মুজমদার, সহ-সভাপতি সম্পাদক সনাতন ছাত্রযুব পরিষদ মানিকছড়ি।