• October 12, 2024

মানিকছড়িতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

আলমগীর হোসেন: খাগড়াছড়ি জেলার মানিকছড়ির সাপমারা এলাকায় ২০ জুন সন্ধার দিকে শ্রীন্ধা ত্রিপুরার মেয়ে এসএসসি পরীক্ষারর্থী মিথি ত্রিপুরা(১৭) নিজ ঘরে আত্মহত্যা করেন।

জানাযায়, মিথি ত্রিপুরা দুইবার এসএসপি পরীক্ষায় ফেল করায় মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিমান করে মিথি ত্রিপুরা সবার অজান্তে নিজ ঘরে গলায় পাশ দিয়ে আত্মহত্যা করেন। ইউপি সদস্য ইদ্রিস ইসলাম রাজু জানান, পরীক্ষায় ফেল করে এই আত্মহত্যার ঘটনায় দু:খজনক । মানিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধারে গেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post