মানিকছড়িত থানায় সার্ভিস ডেক্স ও গৃহহীন পরিবারে নির্মিত ঘর উদ্বোধন
মানিকছড়ি (খাগড়াছড়ি)প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ সারাদেশে নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের সেবা কার্যক্রমের সার্ভিস ডেক্স ও প্রতিটি থানা এলাকায় একজন অসহায় পরিবারে পুলিশ কর্তৃক নির্মিত গৃহ হন্তান্তর কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০ এপ্রিল সকাল সাড়ে ১১টায় সারাদেশে একযোগে প্রতিটি থানায় নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং একটি অসহায় ও গৃহহীন পরিবারে একটি ঘর হস্তান্তর কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন কার্যক্রমে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা কমপ্লেক্সের মিলনায়তনে এক সভা অনুষ্টিত হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোহাম্মদ শাহনূর আলমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি সার্কেল সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান। অতিথি ছিলেন, পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক,ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম, সুবিধাভোগী পরিবার সম্ভা লক্ষী ত্রিপুরা ও ইউপি সদস্যগণ।