বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে প্রত্যাগত শান্তি বাহিনীর সদস্যদের নগদ অর্থ প্রদান

 বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে প্রত্যাগত শান্তি বাহিনীর সদস্যদের নগদ অর্থ প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলের বৃহত্তর সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে শান্তি চুক্তি পরবর্তী প্রত্যাগত শান্তি বাহিনীর সদস্য ও পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।

১০ এপ্রিল খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটরিয়ামে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল সাইফুল ইসলাম সুমন।

খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মোঃ জাহিদ হাসান’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রত্যাগত শান্তি বাহিনীর সদস্য শুভ মঙ্গল চাকমা এবং প্রত্যাগত শান্তি বাহিনীর সদস্য রবি শংকর তালুকদার।

এ সময় অন্যান্যদের মধ্যে ৫ফিল্ড এ্যাম্বুলেন্স’র অধিনায়ক মেজর মাসুদুর রহমান ও খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর আবুল হাসনাত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৯২ জন ভারত প্রত্যাগত শান্তি বাহিনীর সদস্য ও পরিবারের মধ্যে পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post