মানিকছড়ির অর্ণব সেন অন্ত জিপিএ ৫ পেয়েছেন
স্টাফ রিপোটার: খাগড়াছড়ির মানিকছড়ি এগ্রোর্ফাম ফিস প্রো: লি কর্ণেল বাগান ব্যাবস্থাপক বাদল কান্তি সেনের ছেলে অর্ণব সেন অন্ত এইচ.এস.সি পরীক্ষায় মহসিন সরকারি কলেজ চট্টগ্রাম, বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে। সে সকলের আর্শিবাদ কামনা করেছেন।