মানিকছড়ি প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী বিধিনিষেধে মানুষজন গৃহবন্দির আজ ৩০তম দিন। এ সময়ে নিন্ম মধ্যবিত্ত ও মধ্যবিত্ত কারোরই হাতে কর্ম নেই। ফ
মানিকছড়ি প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী বিধিনিষেধে মানুষজন গৃহবন্দির আজ ৩০তম দিন। এ সময়ে নিন্ম মধ্যবিত্ত ও মধ্যবিত্ত কারোরই হাতে কর্ম নেই। ফলে গৃহে বসে খেয়ে না খেয়ে দূর্বিসহ জীবন-যাপন করেছেন গ্রামের খেটে-খাওয়া মানুষ। লকডাউনের শুরু থেকেই উপজেলা প্রশাসনের পাশাপাশি পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি’রা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, তৃণমূল থেকে শুরু করে সর্বত্রই মানুষজন গৃহবন্দি সমাজের হত-দরিদ্র, অতি-দরিদ্র ও মধ্যবিত্তের সকলেই বাসাবাড়িতে খাদ্য সংকটসহ দূর্বিসহ জীবন-যাপন করছে। এ অবস্থায় উপজেলা প্রশাসন সরকারের জি.আর বরাদ্দ থেকে ত্রাণ-বিতরণ অব্যাহত রেখেছেন।
২৩ ও ২৪ এপ্রিল তিনটহরী ইউনিয়নের ৮শত পরিবারের মাঝে জি.আর বরাদ্দের এসব ত্রাণ-সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাঞ্চন নাথ,সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান রুবেলসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ।