• July 6, 2025

মানিকছড়ির বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করেছে সেনাবাহিনী

মো. ইসমাইল হোসেন: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি মাঠে কজি করছে সেনাবাহিনী। জনসচেতনতার লক্ষ্যে প্রচার-প্রচারণা, মাইকিং, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

২১এপ্রিল মঙ্গলবার মানিকছড়ি সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেইন ফয়সাল মাহমুদ শুভ’র নেতৃত্বে মানিকছড়ি বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর গাড়ি যোগে জীবাণুনাশক ওষধ স্প্রে করে সেনাবাহিনীর সদস্যরা।

এ সময় মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফয়সাল মাহমুদ জনসাধারণের উদ্যেশ্যে বলেন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। সরকারি নির্দেশনা মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখুন। এছাড়াও বাজার ব্যবসায়ীদেরকে সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৬টা থেকে দুপুর ২টার পর কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন না এবং যদি কোন ব্যবসায়ী সরকারি নির্দেশনা অমান্য করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেয়া হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post