মানিকছড়িতে ভ্যান সিএনজি চালক ও বেদে পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

আবদুল মান্নান, মানিকছড়ি: মানিকছড়ি উপজেলায় ভ্যান চালক, সিএনজি চালক ও ভোটার কার্ড ব্যতিত বেদে’ পরিবারের মাঝে সরকারি জি.আর বরাদ্দের ত্রাণ-সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

২২ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ উপস্থিত থেকে উপজেলার ৫০জন সিএনজি চালক ও ২০জন ভ্যান চালকের মাঝে সরকারের জি.আর বরাদ্দ থেকে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন। সকাল সাড়ে ১১টায় সাপুরিয়া পাড়ার ভোটার তালিকা বর্হিভূত ৩৩ পরিবারের মাঝে সমাজ সেবা অধিদপ্তরের বিশেষ প্রকল্প (সমাজে পিছিয়ে পড়া জনগোষ্টি)থেকে ত্রাণ-সামগ্রী, জি.আর বরাদ্ধ থেকে পাশ্ববর্তী পাড়ার হত-দরিদ্র ২০পরিবারের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও জেলা পরিষদ সদস্য এম.এ.জব্বার, সমাজ সেবা কর্মকর্তা মো. আইনুল হক জিলানী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মো. কামাল হোসেন, মো. সফিকুল ইসলাম, মনোয়ারা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post