• November 6, 2024

মানিকছড়ি উপজেলা বিএনপির কমিটি পূর্ণবহাল

আলমগীর হোসেন: জেলার মানিকছড়ি উপজেলা বিএনপি ত্রি-বার্ষিক কাউনন্সিল ২০১৯ অনুষ্টিত হওয়ার কথা ছিল। উপজেলা কাউনন্সিল মনিটরিং জেলা বিএনপির আবদুর রব রাজা কে দায়িত্ব দেয়া হয়। দপায়-দপায় নাম তালিকা আবেদন ফর জমা দেয়া হয়। কাউনন্সিলের তারিখ দেয়া হলে বার বার পিচিয়ে নেন। এরই মধে উপজেলা বিএনপির দুই প্যানেলে নাম তালিকা জমা দেয়া হয় জেলা নেতাদের নিকট। আর উপজেলায় বিভিন্ন ইউনিয়ন চা- দোকানে নানা জলপনা- কল্পনা বিভিন্ন গ্রুপে বাজিমাত করে তুলে পুরো উপজেলা।

সর্ব শেষে প্যানেলকে এক করে পূর্ববের কমিটি বহাল রেখে কমিটি ঘোষণা করা হয়। সভাপতি এমএ করিম, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক মজিবুল হক বাহার। কমিটির আংশিক ঘোষনা করেন এবং তাদেরকে দায়িত্ব দেয়া হয় মৃত ও দলথেকে চলে যাওয়া সদ্যসের স্থলে নতুন সদস্য সংযোগ করার আদেশ দেন জেলা নেতা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post