• April 18, 2025

মিঠুন হত্যার প্রতিবাদে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিকস ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি জেলা সংগঠক ও সাবেক পিসিপির কেন্দ্রীয় সভাপতি মিঠুন চাকমার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আগামীকাল শনিবার খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক পথ অবরোধের ডাক দিয়েছে। সন্ত্রাসীদের হাতে নিহত মিঠুন চাকমার স্মরণে জেলা শহরের স্বনির্ভর বাজারে আয়োজিত সংহতি সমাবেশ থেকে শুক্রবার বিকেলে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিকস ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সদস্য ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লেলিন শাহাদাত এবং ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা।

বক্তারা বলেন, এই হত্যাকান্ড সরকারের ষড়যন্ত্র। জুম্ম জাতির অধিকার আদায়ের আন্দোলনকারীদের হত্যাকরে আন্দোলন বন্ধ করা যাবেনা। অবিলম্বে হত্যাকরীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, প্রতিষ্ঠার দীর্ঘ ১৯ বছর পর গেল ১৫ নভেম্বর দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post