• December 10, 2024

মিতিঙ্গাছড়িতে অবৈধ কাঠ আটক

কাপ্তাই প্রতিনিধি: রাইখালী রেঞ্জের মিতিঙ্গাছড়ি দূর্গম পাহাড়ি এলাকায় সেনা ও বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ জ¦ালানি কাঠ সহ দুটি চাঁেদর গাড়ি আটক করা হয়েছে। গতকাল জব্দকৃত কাঠ বন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রুহুল আমিনের নির্দেশে বাঙ্গালহালিয়া সেনাবাহিনীর সহযোগীতায় রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. হারুনুর রশীদ বেপারি, বাঙ্গালহালিয়া বন ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার মো. রেজাউল করিমের নেতৃত্বে মিতিঙ্গাছড়ির দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কাঠ ভর্তি দু’টি চাদেঁর গাড়ি আটক করা হয়। এসময় যৌথ বাহিনীর অভিযানের খবর পেয়ে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে প্রায় ২শ ঘনফুট জ¦ালানি কাঠ আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এ ব্যাপারে বিভাগীয় বন মামলা করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post