মোমবাতি প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী’র মোমবাতি প্রতিকের প্রধান নির্বাচনী কার্যালয় মাইজভাণ্ডার দরবার শরীফে উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে খত্মে কোরআন মাজিদ, খত্মে বোখারী শরীফ, খত্মে গাউছিয়া শরীফ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অফিস উদ্বোধনের সময় সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, অতীতে সৎ, যোগ্য ও জনদরদী প্রতিনিধি না থাকায় ফটিকছড়ি ভয়াল সন্ত্রাসের জনপদে পরিনত হয়। আগামী সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে রায় দিয়ে আমাকে নির্বাচিত করলে আতঙ্কের জনপদ ফটিকছড়িকে শান্তি ও সম্প্রীতির আবাসভূমে পরিণত করা হবে। তিনি সত্যিকার জনদরদী, সৎ, যোগ্য ও সূফি ভাবধারার জনপ্রতিনিধি নির্বাচিত করতে ফটিকছড়িবাসীর প্রতি আহ্বান জানান।
১৬ ডিসেম্বর ২০১৮ রবিবার মাইজভাণ্ডার দরবার শরীফে চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনের মোমবাতি প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় সংসদ সদস্য পদপ্রার্থী শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্্-হাসানী মাইজভাণ্ডারী একথা বলেন। প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উত্তর জেলা সহ-সভাপতি মাওলান আব্দুল খালেক আল-কাদেরী, চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হোসাইন হায়দারী, দৌলতপুর কাদেরীয়া দারুস্্ সুন্নাহ দরবার শরীফের পীর সাহেব শাহ্্ আব্দুল হালিম আল-কাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা সোলায়মান আনসারী, ফটিকছড়ি জামেয়া উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম কাশেম আল-কাদেরী, উপাধ্যক্ষ মাওলানা তৈয়ব খান আল-কাদেরী, উপধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আল-কাদেরী, মাওলানা গোলাম মোস্তফা নূরুন নবী আল-কাদেরী, মাওলান আবু তাহের আল-কাদেরী, মাওলানা শহীদুল আলম আল-হাদী, মাওলনা ফিরোজ আলম রেজবী, মইনুল আলম চৌধুরী, এইচ. এম জাহাঙ্গীর আলম, এইচ. এম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, মাওলানা মো: ফরিদুল আলম, ছাত্রনেতা মো: মফিজুর রহমান, যুবনেতা মো: শাহ্্জাহান, ছাত্রনেতা মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মো: নাজিমুর রশিদ, মো: তারেক আলম, মো: হামিদুল ইসলাম, মো: শাহেদুল আলম, মো: আব্দুর রহমান বাবর, মো: জালাল উদ্দিন, মো: আবুল ফয়েজ, মো: জুনায়েদ, মাওলানা মো: উসমান গনি। প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে মোনাজানত করেন মোমবতি প্রতীকের প্রার্থী শাহ্্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্্-হাসানী মাইজভাণ্ডারী।